দক্ষিনদিনাজপুর

জেলার রক্ত সংকট দূর করতে, রক্তদান শিবির বালুরঘাটের গুলমোহর ভবনে

জেলার রক্ত সংকট দূর করতে এবার এগিয়ে এলো রোটারি ক্লাব অফ বালুরঘাট আত্রেয়ী গ্রেটার। শনিবার দুপুরে বালুরঘাটের গুলমোহর ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যার মধ্যে বেশ কয়েকজন মহিলা ছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান রাজেন শীল, কাউন্সিলার ব্রতময় সরকার, রোটারি ক্লাব অফ বালুরঘাট আত্রেয়ী গ্রেটারের সভাপতি পবন কুমার গয়েঙ্কা, সম্পাদিকা অনিতা বিশ্বাস সহ অন্যান্য সদস্যরা।

    জানা যায়, এদিনের এই রক্তদান শিবিরের পাশাপাশি প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার ও মাধ্যমিকে কৃতি দুঃস্থ মেধাবী ছাত্র রবি সরকারের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি রবির হাতে জয়েন্টের সমস্ত রকম বই তুলে দেওয়া হয়। তুলে দেওয়া হয় সারা বছরের জন্য খাতা ও কলম।

    এই বিষয়ে সম্পাদিকা অনিতা বিশ্বাস জানান, এদিন তারা জেলার রক্ত সংকট মেটানোর জন্য তারা এদিন রক্তদান শিবির করছেন। সেই সঙ্গে তারা দুঃস্থ ছাত্র ছাত্রীদের বিনামূল্যে বই পত্র খাতা তুলে দেন। পাশাপাশি তাদের পক্ষ থেকে এক শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার তুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।